কেন চ্যালেঞ্জ দিলেন পরীমনি?

সিনেমা মুক্তির এক সপ্তাহ আগে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পরীমনি। ‘অন্তর জ্বালা’ যদি দর্শকদের ভালো না লাগে তাহলে ১০০ গুণ টাকা ফেরত দেবেন। ছবিটি মুক্তির আগে চ্যালেঞ্জের কথা দ্য ডেইলি স্টার অনলাইনকে জানালেন ঢালিউডের এই তারকা।
তিনি বলেন, “এটি আমার কঠিন চ্যালেঞ্জ। ‘অন্তর জ্বালা’ ছবির গল্পটিই অন্যরকম, তাই চ্যালেঞ্জ দিলাম।”
পরীমনি আরো বলেন, “ছবিটি নিয়ে আমার আত্মবিশ্বাস রয়েছে। এটি দর্শকদের ভালো লাগবেই! এই ছবির জন্য আমাদের পুরো টিমের যে ডেডিকেশন সেজন্যই এই বিশ্বাস এসেছে।”
বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর দেশজুড়ে ১৭৫টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘অন্তর জ্বালা’। ছবিতে পরীমনির বিপরীতে রয়েছেন জায়েদ খান। এটি প্রযোজনা করেছে জেড কে ফিল্মস।
Comments