আজ ‘চল পালাই’
আজ (৮ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে ‘চল পালাই’ ছবিটি। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন শিপন মিত্র, তমা মির্জা, শাহ রিয়াজ প্রমুখ।
পরিচালক দেবাশীষ বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবিটি প্রথম সপ্তাহে ৬০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের হল বুকিং এরই মধ্যে শেষ হয়েছে। এখন চতুর্থ সপ্তাহের বুকিং চলছে।”
মালয়েশিয়াতেও ছবিটি মুক্তির কথা চলছে বলে জানান পরিচালক।
রোমান্টিক-অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিটি প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস এবং পরিবেশনা করছে গীতি চিত্রকথা। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।
Comments