কোথায় গেলেন বিরাট-আনুশকা?
বেশ কয়েকদিন থেকেই জোর গুঞ্জন চলছে যে শীঘ্রই ইতালির মিলান শহরে বিয়ে করতে যাচ্ছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এমন গুঞ্জনের মধ্যে বিদেশ ভ্রমণে বের হলেন এই জুটি।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বিরাট ও আনুশকাকে একটি সুইস এয়ারলাইন্সের উড়োজাহাজে করে মুম্বাই থেকে উড়াল দিতে দেখা গিয়েছে গত রাতে (৭ ডিসেম্বর)। তবে আনুষ্ঠানিকভাবে কোন পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করতে করা যায়নি।
খবরে প্রকাশ, একই সঙ্গে আনুশকার বাবা অজয় কুমার, মা অসীমা এবং বড়ভাই কর্নেশকেও মুম্বাই ছাড়তে দেখা গিয়েছে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, আনুশকাদের ইতালিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি, আগামী ১০-১২ ডিসেম্বরের মধ্যে সেখানে তাঁদের বিয়ে হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
এছাড়াও, বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়েকদিনের ছুটি নিয়েছেন বিরাট কোহলি। ধারণা করা হচ্ছে তাঁরা ইতালিতে যাচ্ছেন। আর আশা করা হচ্ছে, শীঘ্রই কোন সুখবর পাবেন এই তারকা জুটির ভক্তরা।
Comments