খেলা

খেলার বাইরে গেইল খালি ঘুমান!

অধিনায়ক মাশরাফি গেইলের নৈপুন্যে বেজায় খুশি। খেলার বাইরে কেমন থাকেন গেইল, জানিয়েছেন অধিনায়ক।
Cris Gyle-Mashrafee
ম্যাচ জিতিয়ে ফেরার পর অধিনায়ক মাশরাফি জড়িয়ে ধরলেন গেইলকে। ছবি: ফিরোজ আহমেদ

তার ব্যাটিংয়ে জেগে উঠে গ্যালারি, নেচে উঠে ছন্দে। চার-ছক্কায় গ্যালারি মাতিয়ে রাখা ক্রিস গেইল নিজে নাকি ঘুমের রাজা। শুক্রবার খুলনা টাইটান্সকে খুনে ব্যাটিংয়ে একাই উড়িয়ে দিয়ে সব আলোর নিজের করে নিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। অধিনায়ক মাশরাফি গেইলের নৈপুন্যে বেজায় খুশি। খেলার বাইরে কেমন থাকেন গেইল, জানিয়েছেন অধিনায়ক।

এবারের টুর্নামেন্টে এর আগে মাত্র দুটি ফিফটি করেছিলেন। তাও ঠিক গেইল সুলভ ব্যাট করে নয়। এক ম্যাচে তো তাকে এক পাশে রেখে উলটো ঝড় তুলেছিলেন মাশরাফি। তবে এসব নিয়ে একদম চাপে থাকেননি তিনি। মাশরাফির দেখায় খেলার বাইরে গেইল নাকি বরাবরই নির্ভার, ‘আমি যতটুকু দেখেছি ওকে, ও নির্ভার থাকতে পচ্ছন্দ করে। ও সব সময় ওর রুমে ঘুমাতে পছন্দ করে। এটাই হয়তো ওকে মাঠে এসে রিল্যাক্সড থাকার সুবিধা দেয়।’

খুলনা টাইটান্সকে তছনছ করে বেরিয়ে আসছেন গেইল। ছবি: ফিরোজ আহমেদ
এর আগেও গেইলের সঙ্গে একদলে খেলেছেন মাশরাফি। ব্যাট হাতে অশান্ত গেইলের চরিত্র মাঠের বাইরে একেবারেই আলাদা, ‘আমি ওকে শেষ ৮/১০ ম্যাচ ধরে দেখছি, আগেও এক সাথে খেলেছি। ওকে কখনো মানসিকতা বদল করতে দেখিনি। ও সব সময় শান্ত থাকে, আস্তে আস্তে তৈরি হয়ে মাঠে নামে। সব সময় এমনই থাকে।’

১৬৮ রান তাড়ায় ২৫ রানেই দুই উইকেট হারিয়ে ফেলেছিল রংপুর। তবে গেইল ঝড়ে সব চিন্তা উবে যায়। মাশরাফি মনে করেন গেইল অমন ইনিংস না খেললে পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন হয়ে যেত,  'আমি মনে করি আজকে খুব লাকি। কাউকে ছোট করছি না। কিন্তু গেইল আউট হয়ে গেলে এই ম্যাচ খুব কঠিন হয়ে যেত। ২১ (আসলে ২৫) রানে ২ উইকেট পড়েছিল, ও যদি ৫০ রানের মধ্যেও আউট হত খুব কঠিন হয়ে যেত। ২০ ওভার পর্যন্ত ম্যাচ গেলে কি হত বলা যায় না। এক দিক থেকে আমি মনে করে আমরা ভাগ্যবান গেইল এগিয়ে এসেছে আজকে।'



গেইল এর আগে এমন তাণ্ডব না তুললেও দলের জয়ে রাখছিলেন অবদান। অধিনায়ক মনে করিয়ে দিলেন তার কার্যকর ব্যাটিংয়ের কথা, 'এর আগে দুইটা পঞ্চাশ রানের ইনিংস খেলেছিল। ওই দুইটাও কিন্তু সে কঠিন পরিস্থিতিতে, কঠিন উইকেট খেলেছিল। শেষ ম্যাচেও ও খুলনার সঙ্গে ৩৮ রান করেছিল, যে ম্যাচটা আমরা জিতেছিম। বড় বড় ইনিংস না খেললেও এমন কিছু ইনিংস খেলেছে যেটা আমাদের দলের জন্য সহায়ক ছিল।' 

Comments

The Daily Star  | English

COP28 opens with tributes to Saleemul Huq

The opening session of COP28 yesterday started with an outpouring of remembrance and respect for Saleemul Huq and Pete Betts, two climate activists who passed away in October

33m ago