ভারতের বর্ষীয়ান সাংবাদিক সুখরঞ্জন সেনগুপ্ত প্রয়াত
পশ্চিমবঙ্গের বর্ষীয়ান সাংবাদিক সুখরঞ্জন সেনগুপ্ত মারা গেছেন। শনিবার সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি লোকসেবক, জনসেবক, যুগান্তর ও আনন্দবাজার পত্রিকায় দীর্ঘ দিন কাজ করেছেন। ৬০ বছরের বেশি সাংবাদিকতা জীবন ছিল তাঁর।
১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সাংবাদিক হিসাবে যুদ্ধকালীন সাংবাদিকতা করেছেন সুখরঞ্জন সেনগুপ্ত। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে কলকাতায় পরিচিত মুখ ছিলেন তিনি। পশ্চিমবঙ্গে বাংলাদেশের যে কোনো অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছে।
নামী এই সাংবাদিকদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতার বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। কলকাতা প্রেসক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিকও প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেন।
প্রয়াতের পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে বর্ষীয়ান ওই সাংবাদিকদের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়। সেই অসুস্থতা কাটিয়ে উঠতে না উঠতেই সম্প্রতি ঘুমের মধ্যে বিছানা থেকে মটিতে পড়ে যান। ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। গতকাল পর্যন্ত গভীর কোমায় আচ্ছন্ন ছিলেন ওই সাংবাদিক।
Comments