‘পাঠাও’ এখন সিলেটে
স্মার্টফোনের অ্যাপভিত্তিক মোটরসাইকেল রাইড শেয়ারিং সার্ভিস ‘পাঠাও’, ঢাকা ও চট্টগ্রামের পর আজ থেকে সিলেটে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে।
১০০টি মোটরসাইকেল নিয়ে সিলেটে যাত্রা শুরু করছে ‘পাঠাও’। প্রাথমিকভাবে এখানে মোটরসাইকেলেই সীমাবদ্ধ থাকবে ‘পাঠাও’। সফলতা পেলে এখানে গাড়ির সেবাও বিস্তৃত করা হবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার নাবিলা মাহবুব।
অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাগুলোর মধ্যে ‘পাঠাও’ প্রথমবারের মত ঢাকার বাইরে কার্যক্রম শুরু করে। গত ১০ অক্টোবর থেকে চট্টগ্রামের যাত্রীরাও স্মার্টফোনের পর্দায় স্পর্শেই মোটরসাইকেল ভাড়া করতে পারছেন।
এখন পর্যন্ত দেশের তিন শহরে পাঠাও এর সাথে নিবন্ধিত পাঁচ হাজার মোটরযান দৈনিক ১০ হাজার রাইড প্রদান করছে।
Comments