তিন দিনের সফরে কলকাতায় ম্যারাডোনা

কলকাতায় ডিয়েগো ম্যারাডোনা
ডিয়েগো ম্যারাডোনা। ছবি: এএফপি

তিন দিনের সফরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পৌঁছালেন বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়াগো ম্যারাডোনা। রবিবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ম্যারাডোনা নিরাপত্তায় রবিবার বিকাল থেকে নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়েছিল।

রাতে বিমান থেকে নেমে তার গাড়ি বহরে চড়ার আগে হাত নেড়ে হেসে ভক্তদের অভিবাদন গ্রহণ করেন বিশ্ব নন্দিত এই ফুটবলার।

সোমবার কলকাতায় বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে ম্যারাডোনার। সল্টলেকের শ্রীভূম ক্লাবের আয়োজনে সেখানে ক্যান্সার আক্রান্তদের সঙ্গে একটি দীর্ঘ সাক্ষাৎকার আছে তার। এদিন বিকালে বোরিয়া মজুমদার স্পোটিং মিউজিয়ামে ২৫ ফুটের ম্যারাডোনার মূর্তি বসছে। ঐতিহাসিক সেই সময়ের সশরীরে সাক্ষী থাকবেন ম্যারাডোনা।

মঙ্গলবার কলকাতার অদূরে উত্তর চব্বিশ পরগনার জেলার বারাসতের আদিত্য একাডেমির একটি বেসরকারি স্টেডিয়ামে ম্যারাডোনাকে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে দেখা যাবে। ৪০ মিনিটের ওই ম্যাচে সৌরভ গাঙ্গুলি ছাড়াও কলকাতার বিভিন্ন জগতের সেরা মুখগুলো দেখা যাবে বলে জানা গেছে।   

বুধবার কলকাতার চেতলা আগ্রগামী ক্লাবের আয়োজনে সাড়ম্বর অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন ম্যারাডোনা।

Comments

The Daily Star  | English

Ex-CEC Nurul Huda gives confessional statement in poll irregularities case

Statement being recorded before magistrate in case over alleged bias in past elections

31m ago