বিসিবির কার্যনির্বাহী কমিটির কোন পদে কারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটিতে এসেছে রদবদল। নব নির্বাচিত পরিচালনা পর্ষদের সভা শেষে বদল এসেছে গুরুত্বপূর্ণ দায়িত্বে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটিতে এসেছে রদবদল। নব নির্বাচিত পরিচালনা পর্ষদের সভা শেষে বদল এসেছে গুরুত্বপূর্ণ দায়িত্বে। মাহবুব আনমের বদলে হাই পারফরম্যান্স কমিটির দায়িত্ব পেয়েছেন নাঈমুর রহমান দুর্জয়। গোলাম মর্তুজার বদলে সিসিডিএমের চেয়ারম্যান এখন কাজি ইনাম আহমেদ।

ওয়ার্কিং কমিটিতে আগের মতো চেয়ারম্যান আছেন এনায়েত হোসেন সিরাজ। ক্রিকেট পরিচালনা বিভাগে এবারও চেয়ারম্যান জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। সেখানে ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। এবারও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও থাকছেন খালেদ মাহমুদ। এছাড়া হাইপারফরম্যান্স ইউনিটেরও ভাইস চেয়ারম্যান হয়েছেন তিনি।

 হাইপারফরম্যান্স ইউনিটের নতুন চেয়ারম্যান বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। এই দায়িত্বে আগে ছিলেন মাহবুব আনাম। এবার তিনি পেয়েছেন গ্রাউন্ড কমিটির দায়িত্ব। 

আগের মতোই ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হয়েছেন আফজালুর রহমান সিনহা। তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলেরও চেয়ারম্যান। ইসমাইল হায়দার মল্লিক বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব হিসেবে কাজ করার পাশাপাশি লজিস্টিক কমিটির চেয়ারম্যানের  দায়িত্ব পালন করবেন। মিডিয়া কমিটিতে চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন শেখ সোহেল। পাশাপাশি মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল কমিটির চেয়ারম্যান হয়েছেন তিনি।

উইমেন্স উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শফিউল আলম চৌধুরী নাদেলকে। নিরাপত্তা কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করবেন নাদেল। নিরাপত্তা কমিটির চেয়ারম্যান থাকছেন মঞ্জুর কাদের। 

সিসিডিএমের চেয়ারম্যান থাকা গাজী গোলাম মর্তুজা এবার হয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। এছাড়া ফ্যাসিলিটি কমিটির চেয়ারম্যান হয়েছেন লোকমান হোসেন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান তানজিল চৌধুরী। বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তানজিল চৌধুরী, সেখানে ভাইস চেয়ারম্যান কাজি ইনাম আহমেদ। মেডিক্যাল কমিটির চেয়ারম্যান আশফাকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলমগীর খান। টেন্ডার ও ক্রয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাইফুল আলম স্বপন চৌধুরী। অডিট কমিটির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল, ভাইস চেয়ারম্যান কাজি ইনাম আহমেদ। মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান শেখ সোহেল, ভাইস চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক।

ভিন্নভাবে সক্ষম ক্রিকেট বিভাগে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। 

Comments