ফার্মগেটের ল্যাবরেটরি ভবন ভাঙায় বাধা নেই: সুপ্রিম কোর্ট

রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকায় কৃষি গবেষণাগার হিসেবে ব্যবহৃত শতবর্ষী ভবনটি ভেঙে ফেলতে আইনগত বাধা সরিয়ে নিয়েছেন সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট

রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকায় কৃষি গবেষণাগার হিসেবে ব্যবহৃত শতবর্ষী ভবনটি ভেঙে ফেলতে আইনগত বাধা সরিয়ে নিয়েছেন সুপ্রিম কোর্ট।

আজ আপিল বিভাগ ভবনটি অপসারণ নিয়ে হাইকোর্টের একটি স্থগিতাদেশ স্থগিত করেন। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। বিচারপতি মো আব্দুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করেন ও ভবনটি ভাঙার বৈধতা নিয়ে হাইকোর্ট যে রুল দিয়েছিলেন সেটিরও নিষ্পত্তি করার আদেশ দেন।

এই প্রসঙ্গে ডেপুটি এটর্নি জেনারেল এসএম মোনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, আপিল বিভাগের আদেশের পর খামারবাড়ির ওই ভবন ভাঙার ওপর আর কোনো আইনগত বাধা থাকল না।

খামারবাড়িতে কৃষি গবেষণাগার হিসেবে ব্যবহৃত শতবর্ষ পুরনো ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। ছবি: স্টার

সরকার সেখানে আরেকটি ভবন নির্মাণ করবে বলেও জানান তিন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Country must be back in business without delay

Amid worker unrest and insecurity in the industrial sector, entrepreneurs and bankers have urged the new administration to focus on rebuilding confidence in the economy.

47m ago