দাতব্য কাজে খরচ হবে আনুশকা-বিরাটের বিয়ের ছবি বিক্রির টাকা

আনুশকা শর্মা ও বিরাট কোহলির বিয়ের ছবি
১১ ডিসেম্বর ২০১৭, ইতালির তুসকানিতে ঘরোয়া পরিবেশে আয়োজন করা হয়েছিলো ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার বিয়ের অনুষ্ঠান। ছবি: বিরাট কোহলির টুইটার থেকে নেওয়া

ইতালির তুসকানির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ সময় কাটাচ্ছেন বিরুশকা বা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা দম্পতি। গত ১১ ডিসেম্বর তুসকানিতে ঘরোয়া পরিবেশে আয়োজন করা হয়েছিলো তাঁদের বিয়ের অনুষ্ঠান।

কয়েকজন নিকাটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের অংশগ্রহণে আনুশকা-বিরাটের বিয়ে মূল অনুষ্ঠান ছাড়াও ছিলো বাগদান, গায়ে হলুদ, মেহেদি ও সংগীত উৎসব। কলকাতার সব্যসাচী মুখার্জির আকর্ষনীয় ডিজাইনে সেজেছিলেন বর ও কনে। সে সব সাজ ও অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন বিরুশকা দম্পতি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, বিয়ের অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলোর ছবিগুলো, বিশেষ করে, বিয়ের আনুষ্ঠানিকতার ছবিগুলো বিক্রি করা হবে একটি ম্যাগাজিনের কাছে এবং সেখান থেকে পাওয়া টাকা খরচ করা হবে দাতব্য কাজে।

উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর দিল্লিতে আয়োজন করা হবে বিরুশকা দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা।

আরো পড়ুন:

বাঙালি ডিজাইনারের পোশাকে আনুশকা শর্মা ও বিরাট কোহলির বিয়ে

Comments