আইপিএলের সময় স্থবির থাকবে আন্তর্জাতিক ক্রিকেট!

আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সময় এমনিতেই আন্তর্জাতিক ক্রিকেট কম রাখা হয়। দুনিয়ার বাঘা বাঘা তারকারা যে মুখিয়ে থাকেন এই টুর্নামেন্ট খেলতে। আইসিসি এই পরিস্থিতিতে এবার দিচ্ছে পরোক্ষ স্বীকৃতি। প্রস্তাবিত নতুন এফটিপিতে আইপিএলের সময় প্রায় বন্ধই থাকছে আন্তর্জাতিক ক্রিকেট। 

২০১৯ থেকে ২০২৩ , নতুন এই পাঁচবছরে আইপিএলের সময় মাত্র দুটি সিরিজ আছে। তাও নামে ভারে  খুব কম গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ও ইংল্যান্ড-নেদারল্যান্ডের দুই সিরিজ ছাড়া পুরো পাঁচ বছরের আইপিএলের স্লট থাকছে ফাঁকা। 

ওই ৬ বছরে আইপিএল হবে ২০১৯ সালে ৩ এপ্রিল থেকে ২৬ মে, ২০২০ সালে ১ এপ্রিল থেকে ৩১ মে, ২০২১ সালে ৩১ মার্চ থেকে ৩০ মে, ২০২২ সালে ৩০ মার্চ থেকে ২৯ মে, ২০২৩ সালে ২৯ মার্চ থেকে ২৮ মে। অর্থাৎ এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থাকবে স্থবির। 

তবে কেউ চাইলে দ্বিপাক্ষিক আলোচনায় সিরিজ আয়োজন করতে পারবে। টানা ক্রিকেট খেলার ধকল ও আইপিএলে যাওয়া ক্রিকেটারদের না পাওয়া বিবেচনায় সে সম্ভাবনা কম। 

ওই পাঁচ বছরে আইসিসির টুর্নামেন্টগুলোর তারিখও চূড়ান্ত হয়ে গেছে। ইংল্যান্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। এরমাত্র তিন দিন আগে শেষ হবে আইপিএল। বিশ্বকাপ শেষ হবে ১৪ জুন। 

২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ২৪ অক্টোবর,শেষ ১৫ নভেম্বর। ভারতে ২০২১ সালের  চ্যাম্পিয়ন্স ট্রফি (২৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর) ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ (৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ) অনুষ্ঠিত হবে। 

 

Comments

The Daily Star  | English

CSA to be repealed within a week: Nahid Islam

About the election, Nahid said an election based on national consensus will be held after completing all necessary reforms.

40m ago