মন্ত্রী ছায়েদুল হক আর নেই

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক মারা গেছেন। শনিবার সকাল ৮টা ৩৯ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল
ছায়েদুল হক

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক মারা গেছেন। শনিবার সকাল ৮টা ৩৯ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে ছায়েদুল হকের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তার স্ত্রী, এক সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন।

মন্ত্রী ছায়েদুল হক বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। গত আগস্ট মাস থেকে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলম মন্ত্রীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

১৯৪২ সালের ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছায়েদুল হকের জন্ম। ছাত্র অবস্থাতে ব্রাহ্মণবাড়িয়া কলেজে রাজনীতির সাথে যুক্ত হন তিনি। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সুপ্রিম কোর্টে তিনি আইন পেশায় যুক্ত ছিলেন।

১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত পাঁচ বার ব্রাহ্মণবাড়িয়া ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ছায়েদুল হক।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Army given magistracy power

In order to improve law and order, the government last night gave the power of magistracy to commissioned army officers for 60 days.

3h ago