ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তরের মেয়র নির্বাচন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৩৬ টি ওয়ার্ডেও নির্বাচন হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৩৬ টি ওয়ার্ডেও নির্বাচন হবে।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, উপ নির্বাচনের তফসিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে।

গত ৩০ নভেম্বর লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুল হক মারা যাওয়ায় ঢাকা উত্তর সিটির মেয়র পদ শূন্য হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী পদ খালি হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল ২০১৫ সালের ২৮ এপ্রিল বড় ব্যবধানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Prof Muhammad Yunus for a road map to reforms and the next general election.

7h ago