ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে পড়ে ৫ মাসের শিশুর মৃত্যু

চলন্ত রিকশায় ছিনতাইয়ের সময় কোল থেকে পড়ে পাঁচ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে ঢাকার দয়াগঞ্জে ছিনতাইকারীরা পার্স ধরে টান দিলে মায়ের কোল থেকে শিশুটি পড়ে যায়।

নিহত শিশুর মা আকলিমা সাংবাদিকদের বলেন, সকাল ৬টার দিকে তিনি তার পাঁচ মাসের ছেলে আরাফাতকে নিয়ে বোনের বাসায় যাচ্ছিলেন। এসময় দুই থেকে তিনজন ছিনতাইকারী তার কাছ থেকে পার্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আচমকা টান মারায় কোল থেকে শিশুটি মাটিতে পড়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, গুরুতর আহত শিশুটিকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটির বাবার নাম শাহ আলম। শরীয়তপুরে তাদের বাড়ি।

Click here to read the English version of this news

Comments