২০১৭ সালে গুগল সার্চে শীর্ষ ৫ চলচ্চিত্র
বছর জুড়ে সার্চ ইঞ্জিন গুগলে যেসব চলচ্চিত্র বেশি অনুসন্ধান করা হয়েছে এর তালিকায় প্রকাশ করা হলো দ্য ডেইলি স্টার অনলাইনের পাঠকদের জন্যে।
২০১৭ সালের বিদায়ের ঘণ্টা বাজার প্রাক্কালে গুগল ট্রেন্ডসে চলচ্চিত্র বিভাগের তালিকায় শীর্ষে রয়েছে অতিপ্রাকৃতিক ভৌতিক চলচ্চিত্র ‘ইট’। আর্জেন্টাইন পরিচালক আন্দি মুশিতির এই চলচ্চিত্রটি আইএমডিবির দর্শক জরিপে পেয়েছে ৭.৭ এবং রটেন টম্যাটোর জরিপে পেয়েছে ৭.২।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সুপার হিরো চলচ্চিত্র ‘ওয়ান্ডার ওম্যান’। প্যাটি জেনকিনস পরিচালিত ও গ্যাল গ্যদত অভিনীত এই ছবিটি আইএমডিবির দর্শক জরিপে পেয়েছে ৭.৬ এবং রটেন টম্যাটোর জরিপে পেয়েছে ৭.৫।
এরপর, তালিকায় রয়েছে মিউজিক্যাল রোমান্টিক ফ্যান্টাসি ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। বিল কনডন পরিচালিত এবং এমা ওয়াটসন অভিনীত এই চলচ্চিত্রটি আইএমডিবির দর্শক জরিপে পেয়েছে ৭.৩ এবং রটেন টম্যাটোর জরিপে পেয়েছে ৬.৬।
তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ‘লোগান’ এবং ‘জাস্টিস লিগ’। জেমস ম্যানগোল্ড পরিচালিত এবং হাগ জ্যাকম্যান অভিনীত ‘লোগান’ আইএমডিবির দর্শক জরিপে পেয়েছে ৮.২ এবং রটেন টম্যাটোর জরিপে পেয়েছে ৭.৯।
গুগল অনুসন্ধানে পঞ্চম অবস্থানে থাকা সুপারহিরো মুভি ‘জাস্টিস লিগ’ আইএমডিবির দর্শক জরিপে পেয়েছে ৭.২ এবং রটেন টম্যাটোর জরিপে পেয়েছে ৫.৩। ছবিটি পরিচালনা করেছেন জ্যাক স্নিডার এবং এতে অভিনয় করেছেন বেন অ্যাফলেক।
Comments