কুয়াশায় ঢাকায় বিমান চলাচল বিঘ্নিত

ঘন কুয়াশায় বিমান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের অন্তত ৩৩টি ফ্লাইটের শিডিউল ক্ষতিগ্রস্ত হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
স্টার ফাইল ছবি

ঘন কুয়াশায় বিমান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের অন্তত ৩৩টি ফ্লাইটের শিডিউল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, ঘন কুয়াশার চাদরে বিমানবন্দর ঢেকে যাওয়ায় ৩৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। গত রাত ১২টার পর থেকে রানওয়ের দেখা পেতে সমস্যা হওয়ায় ঢাকা অভিমুখী ও বহির্মুখী ২৪টি আন্তর্জাতিক ফ্লাইটের সময় সূচি পরিবর্তন করতে হয়েছে।

এমনকি রানওয়ে কুয়াশায় ঢেকে যাওয়ায় ফ্লাইট ওঠানামাও বন্ধ করে দিতে হয়েছিল বলে ওই কর্মকর্তা জানান।

এয়ারপোর্ট আর্মড পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ঢাকামুখী সাতটি ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ১৭টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। একই কারণে সকাল ৯টা পর্যন্ত অভ্যন্তরীণ রুটের নয়টি ফ্লাইট হয় বিলম্বিত হয়েছে অথবা সূচি পরিবর্তন করা হয়েছে।

তিনি আরও জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে অভ্যন্তরীণ রুটের তিনটি উড়োজাহাজ শাহজালাল ত্যাগ করেছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Yunus's 'Reset Button' call was not about erasing Bangladesh's proud history: CA office

He meant resetting the software, not the hardware created by 1971 Liberation War, statement says

2h ago