বিল গেটসের অনুপ্রেরণার তালিকায় ‘টয়লেট: এক প্রেম কথা’

bill gates and toilet ek prem katha

চলতি বছরে যে ঘটনা বা বিষয়গুলো মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটসকে অনুপ্রাণিত করেছে সেগুলোর মধ্যে রয়েছে বলিউডের চলচ্চিত্র ‘টয়লেট: এক প্রেম কথা’।

গতকাল (১৯ ডিসেম্বর) বিভিন্ন টুইটার বার্তায় বিল গেটস এই তথ্য জানান।

এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, “বলার অপেক্ষা রাখে না যে ২০১৭ সালটি খুবই কঠিন ছিলো… কিন্তু, এরপরও এই সালটি আশা জাগিয়েছে এবং এগিয়ে যাওয়ার জন্যে অনেক চমৎকার মুহূর্ত দিয়েছে।…”

অপর এক বার্তায় গেটস লিখেছেন, “নববিবাহিত এক দম্পতির রোমান্স, ভারতের স্যানিটেশন সমস্যা নিয়ে মানুষকে শিক্ষিত করে তোলার গল্প রয়েছে ‘টয়লেট: এক প্রেম কথা’ নামের একটি বলিউড চলচ্চিত্রে।”

তিনি আরো জানান যে ২০১৭ সালে এগুলো তাকে শান্তি দিয়েছে এবং নতুন বছর সম্পর্কে তাঁকে আরো আশাবাদী করে তুলেছে। তিনি আশা করেন, এগুলো অন্যদেরকেও আশাবাদী করবে।

বিল গেটসের অনুপ্রেরণার তালিকায় আরো রয়েছে, এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভুটান ও মালদ্বীপ থেকে হাম দূর করার ঘোষণা।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

9h ago