‘একক অধিকার শুধু শাফিন আহমেদের’

Shafin Ahmed
২০ ডিসেম্বর ২০১৭, সংবাদ সম্মেলনে কথা বলছেন সংগীতশিল্পী শাফিন আহমেদ। ছবি: সংগৃহীত

বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে মাইলস ব্যান্ডে নেই বিশিষ্ট সংগীতশিল্পী শাফিন আহমেদ। সে বিষয় নিয়ে আজ (২০ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলন ডেকেছিলেন তিনি। সেখানে তিনি তুলে ধরেন সংগীত দলটির ভেতরের বিভিন্ন অসংগতির কথা।

দলের সদস্যদের আরো উদার হওয়ার আহ্বান জানিয়ে শাফিন আহমেদ বলেন, “গত ৩৬ বছর ধরে আমি এই ব্যান্ডের সঙ্গে আছি। এখন কেউ মাইলস ব্যান্ড লিমিটেডের অনুমতি ছাড়া মাইলস নামটি ব্যবহার করতে পারবে না। কতিপয় ব্যক্তি এ কাজ করছে, যা আইন সিদ্ধ নয়।”

ব্যান্ডের অন্য সদস্যরা এখন কী করবেন- এমন প্রশ্নের জবাবে শাফিন বলেন, “এটি তাদের বিষয়। তারা যদি মাইলসে আসতে চান তাহলে ওয়েলকাম। আমি দলে উদারতার চর্চা করেছি। এখনও আমি উদারতার কথাই বলব। তারা যদি আসতে চান আমার কোনও আপত্তি নেই।”

রাজধানীর মহাখালীর পর্যটন মোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শাফিন তাঁর নিজের ও দলের লাইসেন্স করা কোম্পানির কাগজ দেখিয়ে জানান, গত বছরের ১৭ নভেম্বর মাইলস ব্যান্ডের জন্য লাইসেন্স তৈরি করা হয়েছে। এর প্রাতিষ্ঠানিক নাম রাখা হয়েছে মাইলস ব্যান্ড লিমিটেড এবং এর একক অধিকার শুধু শাফিন আহমেদের।

ফলে, শাফিনের অনুমতি ছাড়া ‘মাইলস’ নামটি ব্যবহার করে গান পরিবেশন করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। এমনকি, অনুমতি ছাড়া কোনও প্রকার পরিবেশনায় না যাওয়ার জন্য মিউজিসিয়ানসহ সংশ্লিষ্টদের অনুরোধ করেন শাফিন আহমেদ।

উল্লেখ্য, মাইলস ব্যান্ডের রেকর্ড করা ৮৪টি গানের মধ্যে ৪৬টিতে কণ্ঠ দিয়েছেন শাফিন আহমেদ। এর মধ্যে ১৩টির সুর করেছেন ব্যান্ডটির কিবোর্ডিস্ট মানাম আহমেদ। বাকিগুলো শাফিন আহমেদের সুর করা।

Comments

The Daily Star  | English

Israeli strike hits military base south of Tehran

An Israeli attack on Saturday in Iran's west killed at least five army personnel and wounded nine others, Iranian media reported

1h ago