মিরাজের ৭ উইকেটে ঢাকাকে গুড়িয়ে দিল খুলনা
পাঁচ রাউন্ড শেষে জাতীয় লিগের শিরোপার জেতার দৌঁড়ে অনেকখানি এগিয়েছিল খুলনা বিভাগ। শেষ রাউন্ডে জাতীয় দলের তারকাদের পেয়ে আরও তেতে উঠল তারা। মেহেদী হাসান মিরাজের অফ স্পিন ঘুর্নিতে খুলনার সামনে রীতিমতো বিধ্বস্ত ঢাকার প্রথম ইনিংস।
বুধবার বিকেএসপিতে শেষ রাউন্ডের খেলায় খুলনার বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম দিনেই মাত্র ১১৩ রানে গুটিয়ে গেছে ঢাকা বিভাগ। দিনশেষে বিনা উইকেটে ২৩ রান তুলেছে শিরোপার নিশ্বাস দূরত্বে থাকা খুলনা।
আলোকস্বল্পতায় দিনের শুরুও হয় দেরিতে, শেষও হয় আগেভাগে। এরমধ্যেই ২৪ রানে ক্যারিয়ার সেরা ৭ উইকেট নিয়ে মিরাজ একাই ধসিয়ে দেন ঢাকার ইনিংস।
টস জিতে খুলনা অধিনায়ক আব্দুর রাজ্জাক ঢাকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। শুরুতেই জোড়া উইকেট নেন মোস্তাফিজুর রহমান। অধিনায়ক রাজ্জাকও নেন একটি। ২৬ রানে ৩ উইকেট খুইয়ে দিশা হারানো ঢাকার হাল ধরতে চেয়েছেন রকিবুল হাসান ও শুভাগত হোম। তবে তাদের ৩৫ রানের জুটি ডুবতে থাকার ঢাকার ইনিংসকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। রকিবুলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৮, শুভাগত করেন ২১ রান।
জবাবে খুলনার দুই ওপেনার এনামুল হক বিজয় ও সৌম্য সরকার দলকে কোন বিপদে পড়তে দেননি।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৩৮.৪ ওভারে ১১৩ (রকিবুল ২৮, শুভাগত ২১, মিরাজ ৭/২৪,মোস্তাফিজ ২/১৬,রাজ্জাক ১/৪৩)।
খুলনা ১ম ইনিংস: ৪.৫ ওভারে ২৩/০ (এনামুল ১২*, সৌম্য ১১*; শরিফ ০/৮, শুভাগত ০/৫)
Comments