ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কিশোরীদের দাপট চলছেই। আগেভাগে ফাইনাল নিশ্চিত করার পর রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটননের শিষ্যরা।
বাংলাদেশের পক্ষ গোল তিনটি করেছেন আনুচিং, মনিকা চাকমা ও শামসুন্নাহার।
বৃহস্পতিবার মোস্তাফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টে অপরাজিত থাকার রেকর্ড বহাল রাখল বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে টুর্নামেন্টে এই প্রথম হারেত স্বাদ পেল ভারত।
মোট তিন ম্যাচ ১২ গোল করা বাংলাদেশেরর কিশোরী ফুটবলাররা এই আসরে এখনো হজম করেনি একটি গোলও।
আগেই ফাইনাল নিশ্চিত করায় এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। আগের দুই ম্যাচে গোল উৎসব করা কিশোরীরা এবার শুরুতেই গোল বের করতে পারেনি। বেশ কয়েকটি পরিকল্পিত আক্রমণ ভেস্তে যায় ভারতের রক্ষণভাগে গিয়ে।
৩২ মিনিটে গিয়ে দলক প্রথম সাফল্য এনে দেন আনুচিং।
চোট পাওয়া সাজেদার বদলি নেমে মনিকার কর্নার থেকে হেডে বল জালে পাঠিয়ে উল্লাস করেন। বিরতির ঠিক আগে রক্ষণভাগের ভরসা শামসুন্নাহার গোল করলে প্রথমার্ধ্বেই দুই গোল পায় বাংলাদেশ।
বিরতির পর আরও শাণিত বাংলাদেশের আক্রমণ। ৫৩ মিনিটে আনাই মোগনির কাছ থেকে বল পায়ের কারিকুরি দেখিয়ে বাংলাদেশকে আনন্দে ভাসান পুরো ম্যাচে দারুণ খেলা মনিকা চাকমা।
শেষ দিকে আর গোল না এলেও পুরোটা সময় ভারতকে কোনঠাসা করে রাখে মনিকারা।
Comments