জাতীয় লিগে বিজয়ের আরেকটি ডাবল সেঞ্চুরি
এবার জাতীয় লিগে রান ফোয়ারা চলছে এনামুল হক বিজয়ের ব্যাটে। বিপিএল বিরতির আগে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন। বিপিএলের পর শেষ রাউন্ডে করলেন আরেকটি। তাতে ঢাকা বিভাগকে রানের নিচে চাপা দিয়ে শিরোপা উৎসবের অনেক কাছে চলে গেছে খুলনা বিভাগ।
বৃহস্পতিবারই ডাবল সেঞ্চুরির ইঙ্গিত দিয়ে রেখেছিলেন খুলনার ওপেনার। দিনশেষে অপরাজিত ছিলেন ১৬৭ রানে। শুক্রবার তৃতীয় দিন সকালেই তা সেরে নিয়েছেন তিনি। ২৫১ বলে ২০২ রানের ইনিংসে বেশ আগ্রাসী ব্যাট করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। মেরেছেন ২৩ চার ও চারটি ছক্কা।
এবারের লিগে সর্বোচ্চ রানও বিজয়ের। লিগের প্রথম রাউন্ডে ঘরের মাঠে রংপুরের বিপক্ষে করেছিলেন ২১৬ রান। বিপিএলে দুই ফিফটি পেলেও শেষ দিকে খেলতে পারেননি চোটের কারণে। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা এই ব্যাটসম্যান নিজের কাজটা করে রাখলেন ঠিকঠাক।
বিজয়ের ডাবল সেঞ্চুরির দিনে মেহেদী হাসানও ছিলেন ঝলমলে। বিজয়ের পাশাপাশি তার ১৭৭ রানের ইনিংসে প্রথম ইনিংসে ৪৫৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে ইনিংস ঘোষণা করেছে খুলনা। প্রথম ইনিংসে ১১৩ রানে অলআউট হওয়া ঢাকা আছে ইনিংস হারের সামনে।
Comments