ইয়াসিরের সেঞ্চুরিতে চট্টগ্রামের জয়ের আশা

এবারের লিগে অধরা জয়ের আশায় আছে সাগরপাড়ের ছেলেরা।

এমনিতেই দ্বিতীয় স্তরের ম্যাচ। রাজশাহী আগেই প্রথম স্তর নিশ্চিত করে ফেলায় সিলেট ও চট্টগ্রামের লড়াই কেবল নিয়মরক্ষার। তাতে দাপট দেখাচ্ছে চট্টগ্রাম বিভাগ। এবারের লিগে অধরা জয়ের আশায় আছে সাগরপাড়ের ছেলেরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের চেপে ধরে শেষ দিনে আশার আলো জ্বালিয়ে রেখেছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে জুতসই রান করতে না পারলেও সিলেটকে অল্প রানে গুটিয়ে দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ইয়াসির আলির সেঞ্চুরিতে ৩৮০ রান করে ইনিংস ঘোষণা দেয় চট্টগ্রাম। তাতে প্রথম ইনিংসে ৭৮ রানে পিছিয়ে থাকা সিলেটের লক্ষ্য দাঁড়ায় ৪৫৯ রান।

বিশাল রান তাড়া করে জিততে হলে রেকর্ড গড়তে হবে ইমতিয়াজ হোসেন তান্নাদের। সে পথে নেইও তারা। ৭৬ রানে দুই ওপেনারকে হারিয়ে দিন শেষ করেছে তারা। ৯ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক ইমতিয়াজ, নাইটওয়াচ ম্যান এনামুল হক জুনিয়র ক্রিজে আছেন ২ রান করে।

এর আগে দিনের বেশিরভাগ সময় আলো ছড়িয়েছেন ইয়াসির। ১৭৬ বলে ৭ চার আর এক ছক্কায় করেছেন ১০২ রান। তাকে আর আউটই করতে পারেননি সিলেটের বোলাররা।  সাঈদ সরকারের ব্যাট থেকে এসেছে ৭৬ রানের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম ১ম ইনিংস: ২১৫

সিলেট ১ম ইনিংস: ১৩৭

চট্টগ্রাম ২য় ইনিংস:৩৮০/৭ (ডিক্লে) (ইয়াসির ১০২*, সাঈদ ৭৬; এনামুল ৩/১৩১)

সিলেট ২য় ইনিংস: ৭৮//২ (ব্যাটিং) (সায়েম ৪৮, শাহনাজ ১৮; সাইফুদ্দিন ১/১২) 

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

3h ago