জাতীয় লিগে খুলনার হ্যাটট্রিক শিরোপা

শেষ রাউন্ডে ঢাকা বিভাগকে রীতিমতো গুড়িয়ে দিয়ে ১৯তম জাতীয় লিগের শিরোপা ঘরে তুলল তারকায় ভরা দলটি।
জাতীয় লিগের শিরোপা জিতল খুলনা বিভাগ
বড় জুটিতে ম্যাচ নিজেদের করে নেন খুলনার এনামুল হক বিজয় ও মেহেদী হাসান। ছবি: বিসিবি

প্রথম পাঁচ রাউন্ড থেকেই শিরোপা জেতার কাজটা এগিয়ে রেখেছিল খুলনা বিভাগ। শেষ রাউন্ডে ঢাকা বিভাগকে রীতিমতো গুড়িয়ে দিয়ে ১৯তম জাতীয় লিগের শিরোপা ঘরে তুলল তারকায় ভরা দলটি। এই টানা তিনবার দেশের সবচেয়ে পড় প্রথম শ্রেণীর আসরে চ্যাম্পিয়ন হলো খুলনা। 

শনিবার সকালে বিকেএসপিতে ঢাকার দ্বিতীয় ইনিংস ২৯৭ রানে গুটিয়ে গেলে ইনিংস ও ৪৯ রানের জয় পায় খুলনা। ম্যাচে ১০ উইকেট নিয়ে সেরা হয়েছে মেহেদী হাসান মিরাজ।

প্রথম ইনিংসে মাত্র ১১৩ রানে অলআউট হওয়া ঢাকাকে এনামুল হক বিজয়ের ডাবল সেঞ্চুরিতে ৪৫৯ রান করে জবাব দিয়েছিল খুলনা। ইনিংস হার এড়াতেই ঢাকাকে করত হত অন্তত ৩৪৬ রান। তাতে কুলিয়ে উঠতে পারেনি মোহাম্মদ শরিফের দল। দ্বিতীয় ইনিংসে কিছুটা দৃঢ়তা দেখালেও থেমেছে ২৯৭ রানে। ফলে দ্বিতীয়বার আর ব্যাট করতে হয়নি খুলনাকে। 

২৪ রানে ৭ উইকেট নিয়ে প্রথম ইনিংসে ঢাকাকে ধসিয়ে দিয়েছিলেন মিরাজ। দ্বিতীয় ইনিংসেও খুলনার বোলিং হিরো তিনি। ৮৯ রানে ৩ উইকেট নিয়ে মুড়েছেন ঢাকার প্রতিরোধ। রুবেল হোসেন ৬৪ রানে নেন ৩ উইকেট। 

ছয় রাউন্ড শেষে দুই জয় আর চার ড্রতে প্রথম স্তরে সবাইকে ছাড়িয়ে খুলনা। এই ম্যাচ হেরে যাওয়া দুইয়ে থাকাও হচ্ছে না ঢাকার। চট্টগ্রামে বরিশালের বিপক্ষে ড্রয়ের পথে থাকা রংপুর হয়ে যাবে রানার্সআপ। 

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ১ম ইনিংস: ১১৩

খুলনা ১ম ইনিংস: ৪৫৯/৮ ডিক্লে. (এনামুল ২০২, মেহেদি ১৭৭; শরীফ ৩/৭০,শুভাগত ৩/৮১)

ঢাকা ২য় ইনিংস: ৬৬ ওভারে ২৯৭( রকিবুল ৫৮, শরিফ ৪৭ ; রুবেল ৩/৬৪, মিরাজ ৩/৮৯)

ফল: খুলনা ইনিংস ও ৪৯ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী হাসান মিরাজ 

জাতীয় ক্রিকেট লিগের রোল অব অনার 

মৌসুম

চ্যাম্পিয়ন

১৯৯৯-২০০০ (প্রথম শ্রেণির মর্যাদা ছিল না)

চট্টগ্রাম

২০০০-২০০১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

২০০১-২০০২

ঢাকা

২০০২-২০০৩

খুলনা

২০০৩-২০০৪

ঢাকা

২০০৪-২০০৫

ঢাকা

২০০৫-২০০৬

রাজশাহী

২০০৬-২০০৭

ঢাকা

২০০৭-২০০৮

খুলনা

২০০৮-২০০৯

রাজশাহী

২০০৯-২০১০

রাজশাহী

২০১০-২০১১

রাজশাহী

২০১১-২০১২

রাজশাহী

২০১২-২০১৩

খুলনা

২০১৩-২০১৪

ঢাকা

২০১৪-২০১৫

রংপুর

২০১৫-২০১৬

খুলনা

২০১৬-১৭

খুলনা

২০১৭-১৮

খুলনা

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

58m ago