দুই-তিন দিনের মধ্যেই জানা যাবে ব্যাটিং কোচের নাম

ফাইল ছবি

প্রধান কোচ নিয়োগের ব্যাপারে তাড়াহুড়ো করতে চায় না বিসিবি। আসছে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের আগে হেড কোচের চেয়ার তাই খালিই থাকছে। তবে খুব শীঘ্রই নিশ্চিত হতে পারে ব্যাটিং কোচের নাম।

চণ্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর প্রধান কোচের পদে কর্মপরিকল্পনা দিয়ে গেছেন রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স। তবে তাদের কারো সঙ্গেই কথা বেশিদূর এগোয়নি। ক্রিকেট ডিরেক্টর হিসেবে গ্যারি কারস্টেনের নাম শোনা গেলেও। এই পদেও নতুন কোন খবর নেই। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান কেবল ব্যাটিং কোচ নিয়োগের আগ্রগতিই জানাতে পারলেন, ‘আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব। যেহেতু হেড কোচ খুঁজতে আমরা সময় নিচ্ছি। এবং হেড কোচ এসেই যে ১৫-২০ দিনে বাংলাদেশ দলকে চেঞ্জ করে দিবে সেটাও না। এজন্য ভাল একটি কোচ পাওয়ার জন্য সময় নিচ্ছি। আস্তে ধীরে যাচ্ছি। এবং ব্যাটিং কোচ চাচ্ছি এই সিরিজের আগেই নিয়োগ দিতে।’

ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি ও সাবেক কিউই অধিনায়ক স্টিভেন ফ্লেমিং এর নাম শোনা যাচ্ছে। তবে আকরাম এখনো খোলাসা করতে চাইলেন না, ‘আমরা আসলে দুই তিন জনের সাথে কথা বলছি। কে কনফার্ম করছে সেটা এখনই বলা যাচ্ছে না। দুই তিন দিনের মধ্যেই আপনারা অফিসিয়ালি জেনে যাবেন।’

বিপিএলের পর ক্রিকেটাররা কেউ কেউ বিশ্রামে। অনেকেই খেলেছেন জাতীয় লিগের শেষ রাউন্ড। ২৭ ডিসেম্বর থেকে ট্রেনার মারিও ভিল্লাভারায়নের তত্ত্বাবধায়নে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ক্যাম্পে ৩০ জনের বেশি ডাক পাবেন, মূল দলে বিবেচিত হতে ফিটনেস হতে পারে বড় ইস্যু ‘সংখ্যা ৩০ এর বেশি হবে। এখানে আমরা সবার ফিটনেস দেখবো। যাদের সম্ভাবনা আছে। যেহেতু ফিটনেস ইজ ভেরি ইম্পরট্যান্ট। ফিটনেস দেখে কিছুদিন কন্ডিশনিং ক্যাম্প করার পর সিলেক্টররা সংখ্যাটা কমিয়ে যেটা দিবে সেটাই ওয়ানডে, টি টোয়েন্টি ও টেস্টের জন্য বিবেচিত হবে।’

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

13m ago