বিপিএলে নজরকাড়া আরিফুল, জায়েদ, অপু প্রাথমিক দলে

বিপিএলের নৈপুণ্য দিয়ে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন আরিফুল হক, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপুরা। ফিরেছেন মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু।
Ariful Haque
খুলনাকে জিতিয়ে ছুটছেন আরিফুল। ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলের নৈপুণ্য দিয়ে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন আরিফুল হক, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপুরা। ফিরেছেন মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু। 

শনিবার দুই সিরিজের জন্য ৩২ জনের প্রাথমিক দল দিয়েছে বিসিবি। তাতে নিয়মিত সব তারকাই আছেন। বিপিএলে পারফর্ম করে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ। তবে বিপিএলে খুব একটা সুযোগ না পেলেও প্রাথমিক ক্যাম্পে সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম। 

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৫ জানুয়ারি। পরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুই সিরিজের জন্য ডাক পাওয়া ৩২ ক্রিকেটারকে ২৭ ডিসেম্বর সকাল ৯টায় মিরপুর শেরই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক , সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, শুভাশিস রায়, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন। 

Comments