ববির ডাবল পার্টি

চিত্রনায়িকা ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার-এর প্রথম ছবি ‘বিজলি’-র প্রথম গান মুক্তি পাচ্ছে আজ (২৪ ডিসেম্বর) রাতে। সুপার হিরো-ভিত্তিক চলচ্চিত্রটিতে ববিকে দেখা যাবে এর নাম ভূমিকায়।
রাত ৮টায় প্রকাশের পর গানটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফ্যান পেজে পাওয়া যাবে। আগামী বছরের প্রথম দিকেই ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।
ববি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আসছে থার্টি ফার্স্ট নাইটে পার্টি করার জন্য ‘বিজলি’র ‘পার্টি পাটি’ গানটিই যথেষ্ট!”
‘বিজলি’-তে ববির বিপরীতে অভিনয় করছেন কলকাতার রণবীর। এতে আরো অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, শতাব্দী রায়, দিলারা জামান, আহমেদ রুবেল প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জাহিদ হাসানকে।
ইফতেখার চৌধুরীর পরিচালনায় দেশে প্রথমবারে মতো নির্মিত হচ্ছে এই সুপারহিরো সিনেমাটি। বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ডে ‘বিজলি’র শুটিং হয়েছে।
Comments