রাজশাহীতে ৩ বিএসএফ জওয়ান আটক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন জওয়ানকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহীর হাজির বাথান এলাকা দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল।
আটক তিন জন হলেন, সাব ইনস্পেক্টর হরনাম সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার। ভারতের মুর্শিদাবাদের হারুডাঙ্গা বর্ডার সিকিউরিটি পোস্টের দায়িত্ব ছিল তাদের।
বিজিবির মাঝারদিয়ার ক্যাম্পের নায়েক সুবেদার শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টার এর স্থানীয় প্রতিনিধিকে জানান, আজ সকালে বিএসএফ জওয়ানদের আটক করা হয়।
আটক জওয়ানরা প্রায় এক কিলোমিটার বাংলাদেশের ভেতর চলে এসেছিল। বিজিবিকে তারা বলেছে, সকাল সাড়ে ৮টার দিকে ঘন কুয়াশার মধ্যে গরু পাচারকারীদের তারা ধাওয়া করছিল।
Comments