বিমান বাহিনীর ২ প্রশিক্ষণ বিমান কক্সবাজারে বিধ্বস্ত
বাংলাদেশ বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান আজ (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজারে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর-এর পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান (ইয়াক ১৩০) আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিধ্বস্ত হয়। প্রতি বিমানে দুজন করে ক্রু ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে তিনি বলেছিলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুটি বিমান রাডার সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে, কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানান, একটি বিমান মহেশখালি সদর ইউনিয়নে এবং অপরটি ছোট মহেশখালি ইউনিয়নের পালপাড়ায় বিধ্বস্ত হয়েছে।
বিমানে থাকা চার বৈমানিককেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁরা আশঙ্কামুক্ত। চার বৈমানিকই হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে বাংলা দৈনিক প্রথম আলো।
ঘটনাস্থল থেকে মহেশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, তিনি দুটি স্থানে আগুন জ্বলতে দেখছেন। তাঁর বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, নিখোঁজ ব্যক্তিদের তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
Comments