দেড় দিনেই টেস্ট হারল জিম্বাবুয়ে

ইতিহাসের প্রথম নির্ধারিত চারদিনের টেস্ট শেষ হয়ে গেল দ্বিতীয় দিনেই। দক্ষিণ আফ্রিকার কাছে দেড় দিনের বেশি লড়াই করতে পারেনি জিম্বাবুয়ে
ছবি: এএফপি

ইতিহাসের প্রথম নির্ধারিত চারদিনের টেস্ট শেষ হয়ে গেল দ্বিতীয় দিনেই। দক্ষিণ আফ্রিকার কাছে দেড় দিনের বেশি লড়াই করতে পারেনি জিম্বাবুয়ে। হেরেছে ইনিংস ও ১২০ রানে। জিম্বাবুয়াইনদের দুই ইনিংস গুটিয়ে দেন মর্নে মরকেল ও কেশব মহারাজ। 

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্সেস পার্কে প্রথম দিনে ৯ উইকেটে ৩০৯ রান করে ইনিংস ঘোষণা করেছিল এবিডি ভিলিয়ার্সের দল। শেষ বিকেলে ব্যাটিং পেয়েই ৩০ রানে ৪ উইকেট খুইয়ে ফেলেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনে নেমে তাদের হয়েছে আরও করুণ দশা। মরকেলের তোপে হুড়মুড় করে ভেঙ্গে পড়ে প্রথম ইনিংস শেষ হয় মাত্র ৬৮ রানে।২১ রান দিয়ে ৫ উইকেট পান প্রোটিয়া পেসার। 

ফলোঅনে পড়েও সামান্য প্রতিরোধ তৈরি করতে পারেনি গ্রায়েম ক্রেমারের দল। তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে মাত্র ১২১ রানে। ৫৯ রানে ৫ উইকেট নিয়ে এই ইনিংসে টেইলরদের যমদূত ছিলেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। তবে বোলারদের কেউ নয়। ম্যাচ সেরা হয়েছেন প্রোটিয়াদের একমাত্র ইনিংসে ১২৫ রান করা এইডেন মার্কারাম। 



সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৯/৯, ইনিংস ঘোষণা। 

জিম্বাবুয়ে ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৩০/৪) ৩০.১ ওভারে ৬৮ (মাসাকাদজা ০, চিবাবা ৭, আরভিন ৪, টেইলর ০, ব্রুল ১৬, জার্ভিস ২৩, রাজা ০, মুর ৯, ক্রেমার ২, পোফু ০, মুজারাবানি ৪*; মর্কেল ৫/২১, ফিল্যান্ডার ১/২১, রাবাদা ২/১২, ফেলুকওয়ায়ো ২/১২)

জিম্বাবুয়ে ২য় ইনিংস: ৪২.৩ ওভারে ১২১ (চিবাবা ১৫, মাসাকাদজা ১৩, আরভিন ২৩, টেইলর ১৬, ব্রুল ০, রাজা ৫, মুর ১, ক্রেমার ১৮*, জার্ভিস ৫, পোফু ০, মুজারাবানি ১০; মর্কেল ০/১২, ফিল্যান্ডার ১/১০, মহারাজ ৫/৫৯, রাবাদা ১/১২, ফেলুকওয়ায়ো ৩/১৩)

ফল: ইনিংস ও ১২০ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা

সিরিজ: ১-০ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা

ম্যান অব দ্য ম্যাচ: এইডেন মারক্রাম

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

8h ago