মুক্তির হাতিয়ার

পশ্চিম পাকিস্তানীদের সাথে আমাদের স্বাধীনতার যুদ্ধটা অসম ছিল, বাঙালী আপমর জনসাধারণকে পরিকল্পিত ভাবেই আধুনিক অস্ত্রসস্ত্রে সুসজ্জিত পাকিস্তানী সামরিক বাহিনী আক্রমণ করে। তারপরের ইতিহাস আমাদের সবার জানা। সেই যুদ্ধে মুক্তি বাহিনী যেসব অস্ত্র ব্যবহার করেছিল তা নিয়েই আমাদের এই আয়োজন।

পশ্চিম পাকিস্তানীদের সাথে আমাদের স্বাধীনতার যুদ্ধটা অসম ছিল, বাঙালী আপমর জনসাধারণকে পরিকল্পিত ভাবেই আধুনিক অস্ত্রসস্ত্রে সুসজ্জিত পাকিস্তানী সামরিক বাহিনী আক্রমণ করে। তারপরের ইতিহাস আমাদের সবার জানা। সেই যুদ্ধে মুক্তি বাহিনী যেসব অস্ত্র ব্যবহার করেছিল তা নিয়েই আমাদের এই আয়োজন।

মুক্তি বাহিনীর ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রই ছিল হতাহত পাকিস্তানি সৈনিকদের কাছ থেকে সংগ্রহ করা। শুধু তাই নয় ঘরে তৈরি বোমা, ধারালো দেশীয় অস্ত্র এমনকি তীর ধনুকও ব্যবহার করা হয় পাক বাহিনীর প্রতিরোধে। ভারতীয় কিছু অস্ত্র এলেও তৎকালীন পূর্ব পাকিস্তানের আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রও ব্যবহার করে মুক্তি বাহিনী।

অন্যদিকে পাকিস্তানিদের হাতে ছিল আমদানি করা স্বয়ংক্রিয় অস্ত্র, মর্টার, আর্টিলারি ট্রাক, সাঁজোয়া যান, ট্যাঙ্ক, যুদ্ধবিমান ও গোলাবারুদ।

বীর প্রতীক শাহজামান মজুমদার জানান, মুক্তি বাহিনী সবচেয়ে বেশি ব্যবহার করে পুরনো .৩০৩ রাইফেল এবং ভারতীয় এসএলআর। ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর ও বংলাদেশ সামরিক জাদুঘরে এসব অস্ত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে। বিস্তারিত দেখুন ভিডিওতে…

Comments