টিভি

নাটকের প্রথম কোটিপতি ‘বড়ছেলে’

বাংলাদেশের টেলিভিশন নাটক কেউ তেমন দেখেন না; মানহীন হয়ে পড়ছে গল্প, অভিনয়- এমন অভিযোগের মধ্যে দেখা যায় মিজানুর রহমান আরিয়ান রচিত ও পরিচালিত ‘বড় ছেলে’ নাটকটি দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন। অপূর্ব ও মেহজাবীন অভিনীত নাটকটি ইউটিউবে অল্পদিনেই এক কোটি ভিউ ছাড়িয়ে যায়। বাংলাদেশের প্রথম কোন নাটকের এক কোটি ভিউ হলো ২০১৭ সালে।
Boro chele
‘বড় ছেলে’ নাটকে অপূর্ব ও মেহজাবীন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেলিভিশন নাটক কেউ তেমন দেখেন না; মানহীন হয়ে পড়ছে গল্প, অভিনয়- এমন অভিযোগের মধ্যে দেখা যায় মিজানুর রহমান আরিয়ান রচিত ও পরিচালিত ‘বড় ছেলে’ নাটকটি দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন। অপূর্ব ও মেহজাবীন অভিনীত নাটকটি ইউটিউবে অল্পদিনেই এক কোটি ভিউ ছাড়িয়ে যায়। বাংলাদেশের প্রথম কোন নাটকের এক কোটি ভিউ হলো ২০১৭ সালে।

 

আলোচিত কিছু নাটকের খবর

টেলিভিশনে ভালো কিছু নাটক প্রচারিত হয়েছে সারা বছরজুড়ে। অন্যসময় মানুষ নাটক তেমন না দেখলেও ঈদের সময়ে দর্শকরা নাটক দেখেছেন টেলিভিশনে। যারা টেলিভিশনে নাটক দেখতে পারেননি তাঁদের অনেকেই সেগুলো দেখেছেন ইউটিউবে।

ইউটিউবে সবচেয়ে বেশি দেখা নাটকগুলো মধ্যে ‘বড় ছেলে’-র পর রয়েছে ‘বিকাল বেলার পাখি’।  এছাড়াও, ‘ছবিয়াল রি-ইউনিয়ন’, ‘আয়নাবাজি সিরিজ’ এবং ‘অস্থির সময়ে স্বস্তির গল্প’ বেশ সাড়া জাগিয়েছে।

অন্য নাটকগুলো হলো ‘মার্চ মাসে শুটিং’, ‘২৬ দিন মাত্র’, ‘আমরা ফিরব কবে?’, ‘দাস কেবিন’, ‘উচ্চতর হিসাববিজ্ঞান’, ‘আমাদের গল্পটা এমনও হতে পারতো’, ‘ক্যাফে ৯৯৯’, ‘মায়া ও মমতার গল্প’, ‘দর্পণ’, ‘মেয়েটির হাতে জাদুর প্রদীপ’, ‘ভায়োলিন’, ‘সিস্টার্স’, ‘ভাঙন’, ‘ব্যাচ ২৭—দ্য লাস্ট পেজ’, ‘কালো চিঠি’, ‘দ্য জেন্টলম্যান’, ‘পোস্ট মর্টেম’, ‘ডিভোর্স’, ‘পাঞ্চ ক্লিপ’, ‘গোল্ডেন এ প্লাস’, ‘এন্টিক্লক’, ‘স্বৈরাচার কিংবা প্রেমিকা’, ‘বাদাবন’, ‘অভিনন্দন’, ‘জীবনসঙ্গী’, ‘মি. জনি’, ‘যে তুমি হরণ করো’, ‘বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো’ এবং ‘মন মানুষের খোঁজে’।

Sultan Suleman
দীপ্ত টিভিতে প্রচারিত হয় বিদেশি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’-এর বাংলা ডাবিং। ছবি: সংগৃহীত

এগিয়ে ‘সুলতান সুলেমান’

প্রায় প্রতিটি চ্যানেলেই প্রচারিত হয়েছে বিদেশি ধারাবাহিকের বাংলা ডাবিং করা সিরিজ। অন্যগুলো তেমন জনপ্রিয়তা পাইনি যতোটা পেয়েছে দীপ্ত টিভির ‘সুলতান সুলেমান’। বিদেশি সিরিয়াল বন্ধের দাবিতে টেলিভিশন ও অভিনয়শিল্পীদের ১৩টি সংগঠনের আন্দোলনের পরও বন্ধ হয়নি সিরিয়ালটি। এসএ টিভির ‘ইউসুফ জুলেখা’-ও কিছুটা দর্শকপ্রিয়তা পেয়েছে।

প্রশংসিত দুরন্ত

শিশুতোষ চ্যানেল দুরন্ত প্রচারে আসে ১৫ অক্টোবর। প্রচারে আসার পর থেকেই শিশুদের কাছে ধীরে ধীরে প্রিয় হয়ে উঠছে চ্যানেলটি। শিশুরা দেশি চ্যানেলমুখী হচ্ছে এটি একটি আশার সংবাদ।

অনলাইনে আলোচিত

কেকা ফেরদৌসীর রান্নার অনুষ্ঠানের বিভিন্ন ক্লিপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর ছবি শেয়ার আর লেখালেখি হয়েছে। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠানের গান নিয়েও প্রচুর লেখালেখি আর ছবি শেয়ার হয়েছে অনলাইনে। অভিনেত্রী সাবিলা নূরের প্রেমিকের সঙ্গে তাঁর ব্যক্তিগত ভিডিও ফাঁসের গুজব রটার পর অনলাইনে তাঁকে খোঁজার হিড়িকও পড়ে যায়। তাঁর কথিত ভিডিওটি ভাইরাল হয়। ফলে, গুগল সার্চে এক নম্বরে ছিলেন সাবিলা নূর।

Comments

The Daily Star  | English

Cox's Bazar Express sets off on first journey

The Cox's Bazar Express started its maiden journey from Cox's Bazar Railway Station with 1,020 passengers

34m ago