মুনাফা বেড়েছে বেসরকারি ব্যাংকের
সদ্য বিদায় নেওয়া ২০১৭ সালে দেশের প্রায় সব বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মুনাফা বেড়েছে। মূলত বেসরকারি ব্যাংক থেকে ঋণ চাহিদা, জামানতে নিম্ন সুদের হার, পণ্যবাণিজ্য বৃদ্ধি পাওয়ায় ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পরিচালন মুনাফা করেছে ব্যাংকগুলো।
এর মধ্যে বেসরকারি ক্ষেত্রে দেশের বৃহত্তম ব্যাংক ইসলামি ব্যাংক বাংলাদেশ গত বছরে প্রায় ২,৪০০ কোটি টাকা পরিচালন মুনাফার কথা জানিয়েছে। ঋণদান ও জামানত সংগ্রহ দুই সূচকেই বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে ইসলামি ব্যাংক বাংলাদেশ।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, গত কয়েক মাসে বেসরকারি সেক্টরে ঋণের চাহিদা বৃদ্ধিতে ভালো মুনাফার মুখ দেখেছে দেশের বেসরকারি ব্যাংকগুলো। বিতরণ করা ঋণ থেকেও ভালো পরিমাণে মুনাফা এসেছে।”
ঋণের সুদের পাশাপাশি আমদানি ও রপ্তানি বাণিজ্যও এবছর বৃদ্ধি পেয়েছে বলে যোগ করেন তিনি।
২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে ১৬.২ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। বিদায়ী বছরের নভেম্বরের শেষ নাদাগ বংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বেসরকারি খাতে ১৯ শতাংশের মতো ঋণ প্রবৃদ্ধি হয়েছে।
পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমএ হালিম চৌধুরী জানান, অফশোর ঋণ থেকেও গত বছর বেশ কিছু ব্যাংকের প্রচুর মুনাফা হয়েছে। এর পাশাপাশি শেয়ার বাজারে অস্থিরতা না থাকায় সেখান থেকেও মুনাফা এসেছে। তিনি আরও জানান, পুবালী ব্যাংকের পরিচালন মুনাফা ৩০.৩৪ শতাংশ বেড়ে বছর শেষে ৯১৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।
Comments