বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বগুড়ার শেরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজ (১ জানুয়ারি) অন্তত চারজন মারা গেছেন।
accident logo

বগুড়ার শেরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজ (১ জানুয়ারি) অন্তত চারজন মারা গেছেন।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লতিফুল ইসলাম জানান, দুপুর ৩টার দিকে নয়মাইল এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো অনেকেই।

আহতদের বগুড়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজনের মৃত্যু হয় বলেও উল্লেখ করেন তিনি।

Comments