আউটফিল্ড আর কিউরেটর নিয়ে মন্তব্যেই তামিমের জরিমানা

Tamim Iqbal and Salauddin
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল ও কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলের সময় মিরপুরের উইকেট নিয়ে কঠোর সমালোচনা করে শোকজ পেয়েছিলেন তামিম ইকবাল। শুনানী গিয়ে ক্ষমাও চেয়েছিলেন। তবে উইকেট নিয়ে সমালোচনায় মাফ পেলেও আউটফিল্ড আর কিউরেটর নিয়ে মন্তব্য করায় তাকে ৫ লাখ টাকা জরিমানা দিতে হচ্ছে। 

বিসিবি প্রধান নাজমুল হাসান আউটফিল্ড ও কিউরেটর গামিনি ডি সিলভাকে নিয়ে করা তামিমের মন্তব্যে বিসিবির ক্ষুব্ধ অবস্থান জানান দেন, 'একটা পিচ নিয়ে ক্রিকেটাররা বলতেই পারে যে টি-টোয়েন্টির জন্য আদর্শ নয়। কিন্তু আপনি আউটফিল্ড নিয়ে বলবেন কেন? কিউরেটর নিয়ে বলবেন কেন?' 

বোর্ড সভপতির মতে তামিমের সমালোচনার ধরণ বিপদজ্জনক। টি-টোয়েন্টি সহ-অধিনায়ককে তাই সতর্কও করা হয়েছে, 'ওর কথাবার্তা বাংলাদেশ ক্রিকেটের জন্য ছিল বিপজ্জনক। এটা আমাদের ক্রিকেটের প্রচুর ক্ষতি করতে পারে বা পারত। এজন্য আমরা মনে করেছি, সহ-অধিনায়ক হিসেবে কথাবার্তা বলায় ওকে আরও অনেক সতর্ক হতে হবে।' 

বিপিএলে মিরপুরের পিচ নিয়ে মাশরাফি বলেছিলেন, 'এটি গ্রহণযোগ্য না', তামিমের ভাষায় পিচ ছিল, 'জঘন্য'। পিচ নিয়ে সমালোচনা করেছিলেন ব্র্যান্ডন ম্যাককালামও। তবে তামিমের বলার ধরনেই সমস্যা খুঁজে পেয়েছে বিসিবি, 'ওকে শক্ত আর্থিক জরিমানা করা হয়েছে। অনেকেই বলছেন, মাশরাফি, মোসাদ্দেক একই কথা বলেছে উইকেট নিয়ে। বিদেশি ক্রিকেটাররাও বলেছে। কিন্তু তামিমের ব্যাপারটি ছিল পুরো ভিন্ন। সবকিছু আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না, কারণ সেটির প্রভাব বাংলাদেশের ক্রিকেটের ওপর আসতে পারে।' 

 

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago