শপথ নিলেন নতুন তিন মন্ত্রী
৫০ সদস্যের মন্ত্রিসভায় মঙ্গলবার নতুন তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ নেয়া মন্ত্রীগণ হচ্ছেন- আইসিটি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বিএএসআইএস)-এর সভাপতি মুস্তফা জব্বার, লক্ষ্মীপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল এবং মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
রাজবাড়ী থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের সংসদ সদস্য কাজী কেরামত আলী শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে।
বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন মন্ত্রী এ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
আরও পড়ুন: মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন মুখ
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। শফিউল জানিয়েছেন, বুধবার নয়া মন্ত্রীদের মাঝে দপ্তর বণ্টন করা হবে।
Comments