নতুন বছরে বক্স অফিস

প্রতিবারের মতোই নতুন বছরের আনন্দে ভীড় জমেছে উত্তর আমেরিকার সিনেমা হলগুলোতে। গত সোমবার সপ্তাহ শুরু হওয়ার পর পরিচালক রিয়ান জনসনের মহাকাশ-ভিত্তিক মহাকাব্য ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন কিস্তিটিকে দেখা যায় বক্স অফিসে দাপট দেখাতে।
star wars the last jedi
‘স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডি’-এর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রতিবারের মতোই নতুন বছরের আনন্দে ভীড় জমেছে উত্তর আমেরিকার সিনেমা হলগুলোতে। গত সোমবার সপ্তাহ শুরু হওয়ার পর পরিচালক রিয়ান জনসনের মহাকাশ-ভিত্তিক মহাকাব্য ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন কিস্তিটিকে দেখা যায় বক্স অফিসে দাপট দেখাতে।

গত মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়ে ‘স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডি’ বক্স অফিসের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এটি ‘স্টার ওয়ারস’ সিরিজের নবম কিস্তি হলেও ছবিটির প্রতি দর্শকদের প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। আইএমডিবি-র দর্শক জরিপে ‘দ্য লাস্ট জেডি’ ১০ এর মধ্যে ৭.৬ পেলেও রটেন টম্যাটোর জরিপে পেয়েছে ১০ এ ৮.১।

বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে জ্যাক কাসদানের রোমাঞ্চকর কমেডি ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’। দ্য রক অভিনীত এই চলচ্চিত্রটি আইএমডিবি-র দর্শক জরিপে পেয়েছে ৭.৩ এবং রটেন টম্যাটোর জরিপে পেয়েছে ৬.১।

পরিচালক ত্রিশ সি-র মিউজিক্যাল কমেডি ‘পিচ পারফেক্ট’ বক্স অফিসে তৃতীয় অবস্থানে রয়েছে। গত ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া এই ছবিটি আইএমডিবি-র দর্শক জরিপে পেয়েছে ৬.৩ এবং রটেন টম্যাটোর জরিপে পেয়েছে ৪.৭।

নতুন পরিচালক মাইকেল গ্র্যাসির ঐতিহাসিক মিউক্যাল চলচ্চিত্র ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’ যুক্তরাষ্ট্রে মুক্তি পায় গত ২০ ডিসেম্বর। আইএমডিবি-র দর্শক জরিপে ছবিটি ১০ এর মধ্যে ৮.০ পেলেও রটেন টম্যাটোর জরিপে পেয়েছে ৬.০। বক্স অফিসে ‘শোম্যান’ রয়েছে চতুর্থ অবস্থানে।

ব্রাজিলীয় পরিচালক কার্লোস সালদানহা-র অ্যানিমেটেড কমেডি ‘ফার্দিনান্দো’ যুক্তরাষ্ট্রে মুক্তি পায় গত ১৫ ডিসেম্বর। বক্স অফিসে পঞ্চম অবস্থানে থাকা এই ছবিটি আইএমডিবি-র দর্শক জরিপে পেয়েছে ৬.৮ এবং রটেন টম্যাটোর জরিপে পেয়েছে ৬.২।

চলতি সপ্তাহে বক্স অফিসে শীর্ষ ১০টি চলচ্চিত্রের বাকি পাঁচটি হলো যথাক্রমে: পরিচালক লি উনক্রিশের অ্যানিমেটেড মুভি ‘কোকো’, পরিচালক আলেক্সান্ডার প্যানের বৈজ্ঞানিক কল্পকাহিনি-ভিত্তিক চলচ্চিত্র ‘ডাউনসাইজিং’, পরিচালক জো রাইটের জীবনী-ভিত্তিক যুদ্ধের ছবি ‘ডার্কেস্ট আওয়ার’, পরিচালক লরেন্স শের এর কমেডি চলচ্চিত্র ‘ফাদার ফিগারস’ এবং মেক্সিকান পরিচালক গুইলারমো দেল টোরো-র কল্পকাহিনি-ভিত্তক চলচ্চিত্র ‘দ্য শেপ অব ওয়াটার’।

তথ্যসূত্র: হলিউড রিপোর্টার

Comments

The Daily Star  | English

Culprits of Khagrachhari, Rangamati violence will be brought to book: CA office

High-powered probe body to be formed; home adviser to visit Khagrachharai and Rangamati tomorrow

3h ago