খুললো দেশের প্রথম ছয় লেন উড়ালসেতু

​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের ছয় লেনের উড়ালসেতু আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়ালসেতুটি উদ্বোধন করেন। এর পরপরই যানবাহন চলাচলের জন্য উড়ালসেতুটি খুলে দেওয়া হয়।
বাংলাদেশের প্রথম ছয় লেন উড়ালসেতু

​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের ছয় লেনের উড়ালসেতু আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়ালসেতুটি উদ্বোধন করেন। এর পরপরই যানবাহন চলাচলের জন্য উড়ালসেতুটি খুলে দেওয়া হয়।

ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ছয় লেন উড়ালসেতু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী-২ (সদর) আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত আসনের নারী সাংসদ জাহান আরা বেগম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মনির উজ জামান, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিগ্রেডের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আহমেদ জামিউল ইসলাম, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি।

একই সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় উড়ালসেতুর দক্ষিণ পূর্ব প্রান্তে কোব্বাদ আহম্মদ উচ্চ বিদ্যালয়ের সামনে স্থাপিত নামফলকের মোড়কও উন্মোচন করা হয়। সেখানে উড়ালসেতু নির্মাণকাজে সেনাবাহিনীর সহযোগী প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের প্রকল্প পরিচালক রবীন্দ্র কুমার দাস, ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও মহিপাল এলাকার বাসিন্দা নজরুল ইসলাম মিয়াজি উপস্থিত ছিলেন।

বহু প্রতীক্ষিত মহিপাল উড়ালসেতু উদ্বোধনের পর স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। সকাল থেকেই উড়ালসেতুর উদ্বোধনের অপেক্ষায় সেতুর দক্ষিণ পূর্ব প্রান্তে হাজারো মানুষ জড়ো হন।

মহিপাল উড়ালসেতু ছয় লেনের হলেও দুইপাশে দুই লেন করে সার্ভিস লেন চালু থাকবে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট মহিপালে বস্তুত ১০ লেন সড়কই হচ্ছে।

২০১৫ সালের ১ এপ্রিল উড়ালসেতু প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৮ সালের ৩০ জুন কাজ সম্পন্ন করার কথা থাকলেও সেনাবাহিনী তত্ত্বাবধানে ছয় মাস আগেই কাজটি সম্পন্ন হয়েছে। মূল উড়ালসেতুর দৈর্ঘ্য ৬৬০ মিটার, প্রস্থ ২৪ দশমিক ৬২ মিটার। এতে ১১টি স্প্যান ও ১৩২টি গার্ডার  রয়েছে। আছে সংযোগ সড়কও।

Comments

The Daily Star  | English

Trump and Harris meet in high-stakes debate

With only 56 days left before the November 5 election, the intense spotlight will be a rare opportunity for both candidates to shift the balance in what polls show is an almost evenly split contest.

30m ago