সোহরাওয়ার্দী উদ্যানে ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

সারা দেশে বিএনপির ৩ দিনের অবরোধ

সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল (৫ জানুয়ারি) সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি।

১০ম জাতীয় সংসদ নির্বচনের চতুর্থ বর্ষপূর্তি হিসেবে ৫ জানুয়ারি “গণতন্ত্র হত্যা দিবস” পালনের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে সমাবেশের অনুমতি চেয়েছিলো বিএনপি।

ডিএমপির সঙ্গে আজ (৪ জানুয়ারি) বিকেলে বৈঠক শেষে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “আমাদেরকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।”

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম এবং আবুল খায়ের ভূঁইয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন।

আগামীকাল দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে এ্যানী দ্য ডেইলি স্টারকে জানান।

উল্লেখ্য, বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছিলো।

এরপর থেকে প্রতিবছর দিনটিকে বিএনপি “কালো দিবস এবং গণতন্ত্র হত্যা দিবস” হিসেবে পালন করে আসছে। অন্যদিকে, নির্বাচনে বিজয়ী দল আওয়ামী লীগ দিনটিকে “গণতন্ত্রের বিজয় দিবস” হিসেবে উদযাপন করছে।

আরো পড়ুন:

৫ জানুয়ারি শক্তি প্রদর্শন করতে চায় আওয়ামী লীগ ও বিএনপি

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

8h ago