সাকিবের লালের প্রতিপক্ষ মাশরাফির সবুজ
ফিটনেস ক্যাম্প দিয়ে শুরু, ব্যাটিং-বোলিংয়ের টুকটাক ঝালাইয়ের পর চলছে স্কিল ট্রেনিং। শনিবার ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে শান দিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে বাংলাদেশ দল খেলবে প্রস্তুতি ম্যাচ।
ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্পে থাকা ৩৩ ক্রিকেটারের মধ্যে ২৪ জনকে বেছে নেওয়া হয়েছে শনিবারের ম্যাচের জন্য। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু ৫০ ওভারের ম্যাচে বিসিবি লাল দলকে অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। সবুজের অধিনায়ক মাশরাফি মর্তুজা।
বিসিবি লাল দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আরিফুল হক, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও আবুল হোসেন রাজু।
বিসিবি সবুজ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু জায়েদ রাহী, মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু।
Comments