ভারতীয় পাসপোর্ট নিয়ে কলকাতায় গ্রেফতার বাংলাদেশি যুবক
ভারতীয় পাসপোর্ট নিয়ে কুয়েত থেকে দুবাই হয়ে কলকাতায় পৌঁছানোর পর গ্রেফতার হলেন মোহম্মদ আরিফ গোস্তাগর নামের এক যুবক। ধৃত যুবক বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে কলকাতার বিমানবন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে কানেক্টিং ফ্লাইটে কুয়েত-দুবাই হয়ে কলকাতায় পৌছানোর পর আরিফ অভিবাসন করার সময় কথার অসংগতিতে ধরা পড়েন। এরপরই তাকে আটক করে গোয়েন্দারা রাতভর জেরা করেন। জেরার মুখে শুক্রবার সকালে আরিফ স্বীকার করেন বাংলাদেশে বসে দালাল দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যে চাকরি করতেন তিনি।
ধৃত বাংলদেশি যুবককে শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে জানানো হয়, ভারতের একটি সংঘবদ্ধ দালাল চক্র টাকার বিনিময়ে এভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পাসপোর্ট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এর আগেও বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ভারতীয় পাসপোর্টসহ আটক করে গ্রেফতার করা হয়। আরিফ কার মাধ্যমে এই পাসপোর্ট পেয়েছিল তা তদন্ত করে চক্রটিকে ধরার চেষ্টা শুরু করেছে বলেও জানায় পুলিশ।
Comments