‘মাশরাফি ভাই সেরা নেতা, কথা বলে তাতিয়ে দেন’
প্রধান কোচের পদ খালি। বোর্ড সভাপতি দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসানের উপরই ছেড়ে দিয়েছেন দলের সব দায়িত্ব। ইমরুল কায়েসের মতে দুই নেতাই দুই রকম প্রেরণা দিয়ে টিমমেটদের চাঙা করে রাখছেন।
২০০৭ সাল থেকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ইমরুল। এখনো দলে থিতু হতে পারেননি। ভালো সময়ে তো বটেই খারাপ সময়েও তার মতো অনেকেই পান মাশরাফির ভরসার হাত, ‘মাশরাফি ভাই সব সময় মোটিভেট করার জন্য তাতিয়ে দেওয়ার মতো কথা বলে, নেতা হিসেবে তিনি সেরা। কেউ ভালো করুক, খারাপ করুক পাশে থাকে।’
মাশরাফি যেমন চাঙা করেন অন্যদিকে সারা বিশ্ব ঘুরে খেলে বেড়ানো সাকিবের অভিজ্ঞতা পায় দলের উঠতি ক্রিকেটাররা, ‘সাকিব অনেক অভিজ্ঞ। বাইরে খেলে তার অভিজ্ঞতাগুলো শেয়ার করে কি করলে ভালো হয়। আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ও উঠতি খেলোয়াড়দের জন্য ইতিবাচিক।’
চণ্ডিকা হাথুরুসিংহের সময় অনুশীলনেও ছিল নানা কড়াকড়ি। এখন খালেদ মাহমুদ সুজন নাকি দিচ্ছেন খোলামেলা পরিবেশ, ‘আপনি যদি দেখেন আবহাওয়া এখন ঠান্ডা (হাসি) ... পরিবেশ আসলে...(ভালো)। সুজন ভাই এখন আমাদের সাথে থাকাতে তাকে অনেক কাছের মনে করি। আমি ছোট থেকে যখন খেলছি একাডেমিতে উনাকে কাছে থেকে দেখেছি। এদিক থেকে যদি বলেন একজন গাইড হিসেবে পেয়েছি তাকে। আমরা চেষ্টা করব এই জিনিসটার (সুবিধা) কাজে লাগানোর।’
১৫ জানুয়ারি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে টাইগারদের ত্রিদেশীয় কাপের মিশন।
Comments