শেখ জামালকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন আবাহনী
এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতে নিয়েছে আবাহনী লিমিটেড। গেল আসরের চ্যাম্পিয়নরা শিরোপা নির্ধারনী ম্যাচে ২-০ হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডিকে।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই জায়ান্টের ম্যাচে দুই অর্ধে দুই গোল করে ৬ষ্ঠ শিরোপা জেতার উৎসবে মেতে উঠে আকাশী নীলরা। দলের হয়ে গোল দুটি করেন নাসিরউদ্দিন চৌধুরী ও সানডে সিজোবা।
দুদলের আগের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল। এই জয়ে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট হয়ে গেল আবাহনীর। ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা শেখ জামালের
ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল আবাহনীর। পোক্ত রক্ষণ বজায় রেখে মাঝমাঠ থেকে আক্রমণে গিয়েছে তারা। যার ফল মিলেছে ২৩ মিনিটে। রক্ষণ থেকে উঠে এসে দলের হয়ে প্রথম গোল করেন ডিফেন্ডার নাসির। মিনিট চারেক পর সাদ উদ্দিনের শট গোলরক্ষক মোহাম্মদ নাঈম ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন।
প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট ছয়েক আগে সুযোগ পেয়েছিল শেখ জামাল। হেলায় নষ্ট হয়েছে তাদের সমতায় ফেরার সুযোগ। খেলার একদম শেষ দিকে দলের জয় নিশ্চিত করেন সানডে সিজোবা।
Comments