দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী, চুয়াডাঙ্গায়

তীব্র শীতে কাঁপছে দেশের বিভিন্ন এলাকা। পৌষের শেষ সপ্তাহে এসে ঠান্ডা বাতাসের সাথে অনেকটাই নেমে গেছে পারদ। আজ সকালে রাজশাহী ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে এ বছরের মধ্যে এটাই সর্বনিম্ন।
শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন এই দুই জেলার শ্রমজীবী সাধারণ মানুষ। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন শীত জনিত নানা রোগে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকেও বেরুতে চাইছেন না।
আবহাওয়া অফিসের সূত্রগুলো জানায়, আজ সকালে চুয়াডাঙ্গা আর রাজশাহীতেই এই মৌসুমে দেশের মধ্যে সবচেয়ে ঠান্ডা অনুভূত হয়েছে।
Comments