তাসকিন-সৌম্যর বাদ পড়ার গুঞ্জন, ফিরতে পারেন এনামুল
শনিবার প্রস্ততি ম্যাচে সৌম্য সরকারের শরীরী ভাষাই জানান দিচ্ছিল তার মনের অবস্থা। উইকেট পেয়ে উল্লাস করলেও তাসকিনকে চেহারাতেও দেখা গেছে কালো মেঘ। গুঞ্জন সত্যি হলে ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন তারা। পারফরম্যান্সের কারণে এর আগে কখনো এই তেতো স্বাদ পাননি দুজন। রোবাবারই আনুষ্ঠানিকভাবে দেওয়া হতে পারে দল।
তাসকিন-সৌম্যের ঠিক বিপরীত অবস্থা এনামুল হক বিজয়ের। বিপিএলে টুকটাক রান পেয়েছেন। জাতীয় লিগে করে ফেলেছেন দুটি ডাবল সেঞ্চুরি। তাতেই তাকে বিবেচনায় রাখছেন নির্বাচকরা। ২০১৫ বিশ্বকাপে গিয়ে চোটের কারণে জায়গা হারিয়েছিলেন। ত্রিদেশীয় সিরিজে তামিমের সঙ্গী হয়ে সেই জায়গা ফিরে পেতে পারেন তিনি।
বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিন-সৌম্য দুজনকেই ৯ জানুয়ারি থেকে শুরু বিসিএলে খেলতে বলা হয়েছে। ফ্রেঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর টুর্নামেন্ট খেলতে তাসকিন সিলেটে ও সৌম্য বিকেএসপিতে চলে যাবেন একদিন আগে।
২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় সৌম্য সরকারের। ২০১৫ বিশ্বকাপে আলো ছড়িয়ে ওই বছর ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোখ জুড়ানো ব্যাট করেন এই বাঁহাতি। দলে জায়গা পাকা হয়ে যায় তার। তবে গত কিছুদিন ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না এই ওপেনারের। ওদিকে ২০১৪ সালে জুনে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে অভিষেক তাসকিনের। পরের দুই বছর বাংলাদেশের বড় বড় সব জয়ে অবদান আছে এই পেসারের। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে বেদম মার খেয়েও উইকেটের দেখা পাননি তিনি।
এদিকে বিপিএলে মুন্সিয়ানা দেখিয়ে নির্বাচকদের নজরে ছিলেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। প্রাথমিক দলে রাখার পর মূল দলেও তাকে দেখা যেতে পারে। ১৫ জনের স্কোয়াড হলে থাকতে পারেন রংপুর রাইডার্সের হয়ে দারুণ ব্যাট করা মোহাম্মদ মিঠুন।
ত্রিদেশীয় সিরিজের সম্ভাব্য ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক) , রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন।
১৫ জনের দল হলে থাকতে পারেন মোহাম্মদ মিঠুন।
Comments