সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে কৌতিনহো এখন বার্সার
ফিলিপ কৌতিনহোকে দলে নিতে তিন তিনবার লিভারপুলের কাছে প্রত্যাখ্যাত হয়েছিল বার্সেলোনা। প্রস্তাব ফিরিয়ে ইংলিশ ক্লাবটি জানিয়েছিল তাদের এই ফুটবলার বিক্রির জন্য নয়। তবে শেষ পর্যন্ত আর তারা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ধরে রাখতে পারল না।
বার্সেলোনা তাদের ওয়েবসাইটে কৌতিনহোকে এই বছরে তাদের নতুন খেলোয়াড় হিসেবে ঘোষণা দিয়েছে। তাকে পেতে মোট ১৪ কোটি ২০ লাখ পাউন্ড খরচ করতে হচ্ছে বার্সাকে। তাই তিনিই হতে যাচ্ছে বার্সেলোনার সবচেয় দামি খেলোয়াড়। এর আগে তার জন্য বার্সার শেষ প্রস্তাব ছিল ১১ কোটি ৮০ লাখ পাউন্ড।
নেইমার রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে চলে যাওয়ার পর আক্রমণভাগে একজন কার্যকর ফুটবলারের অভাব বোধ করছিল ক্লাবটি। কৌতিনহোকে না পেয়ে উসমান ডেম্বেলেকে দলে ভিড়িয়েও সে অভাব ঠিকঠাক পূরণ হয়নি। নাছোড়বান্দা বার্সা ম্যানেজমেন্ট কৌতিনহোর পেছনে লেগে থেকে তাকে ঠিকই দলে নিয়ে নিল।
২০১৩ সালে ইন্টার মিলান থেকে ৮৫ লাখ পাউন্ডে অ্যানফিল্ডে যোগ দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। বছর পাঁচেক দারুণ মুন্সিয়ানা দেখিয়ে হয়ে যান লিভারপুলের মধ্যমণি। এবার লিওনেল মেসি, লুইস সুয়ারেসের সঙ্গে পায়ের কারিকুরি করতে দেখা যাবে তাকে।
Comments