ত্রিদেশীয় সিরিজের সময়সূচি

মধ্য জানুয়ারির ঘন কুয়াশা মাথায় রেখে ত্রিদেশীয় সিরিজের সূচি দিয়েছে বিসিবি। দিবারাত্রীর হলেও সবগুলো খেলাই শুরু হবে দুপুর ১২টায়। শেষ হওয়ার সময় রাত ৭টা ৪৫।

জানুয়ারি মাসে এমনিতেই বিকেল থেকে কুয়াশার প্রকোপ থাকে। শৈত্য প্রবাহ থাকলে এর মাত্রা বেড়ে যায় অনেক। দিবারাত্রি ম্যাচে শিশিরের প্রভাবে টসই হয়ে উঠে মূল ফ্যাক্টর।

ত্রিদেশীয় সিরিজ খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ১৩ তারিখ ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা দল। তিন দল একে অন্যের বিপক্ষে দুবার করে খেলে শীর্ষ দুই দল যাবে ফাইনালে। ২৭ জানুয়ারির ফাইনালসহ টুর্নামেন্টের সব খেলাই হবে মিরপুরে।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি:

তারিখ

ম্যাচ

সময়

ভেন্যু

১৫ জানুয়ারি

বাংলাদেশ-জিম্বাবুয়ে

দুপুর ১২টা- রাত ৭টা ৪৫  

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম

১৭ জানুয়রি

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে

দুপুর ১২টা- রাত ৭টা ৪৫  

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম

১৯ জানুয়রি

বাংলাদেশ-শ্রীলঙ্কা

দুপুর ১২টা- রাত ৭টা ৪৫  

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম

২১ জানুয়রি

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে

দুপুর ১২টা- রাত ৭টা ৪৫  

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম

২৩ জানুয়রি

বাংলাদেশ-জিম্বাবুয়ে

দুপুর ১২টা- রাত ৭টা ৪৫  

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম

২৫ জানুয়রি

বাংলাদেশ-শ্রীলঙ্কা

দুপুর ১২টা- রাত ৭টা ৪৫  

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম

২৭ জানুয়ারি

ফাইনাল

দুপুর ১২টা- রাত ৭টা ৪৫  

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম

 

Comments