দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস

বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
কুয়াশা ও তীব্র শীতের মধ্যেই কাজে যাচ্ছেন মানুষ। ছবিটি কুড়িগ্রাম সদরের হরিকেশ এলাকা থেকে তোলা। স্টার ফাইল ছবি

তীব্র শৈত্যপ্রবাহে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আজ সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ইতিহাসে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে ১৯৬৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

তেঁতুলিয়ার সহকারী আবহাওয়াবিদ মো. রাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল ৮টা ৩৮ মিনিটে পারদ ২ দশমিক ৬ ডিগ্রিতে নেমে যায়।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রাতে ঢাকার তাপমাত্রা ৭ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। আর দিনের বেলা তাপমাত্রা সর্বোচ্চ ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে।

উত্তরাঞ্চলের অপর জেলা নীলফামারীতে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীর সৈয়দপুরে আজ সকালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

থার্মোমিটারের পারদ হিমাঙ্কের কাছে নেমে আসায় উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

গতকাল রবিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর পরই রাজশাহীতে ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Comments

The Daily Star  | English

Remittance surges 37% in April

Migrants sent home $2.6 billion in the first 29 days of April

27m ago