নুসরাত ফারিয়ার ‘মনের কিনারে’
‘মনের কিনারে’ গান
গত ৫ জানুয়ারি মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘ইন্সপেক্টর নটি কে’ ছবির একটি গান। এটি ইউটিউব চ্যানেলে মাত্র তিনদিনে পেয়েছে পাঁচ লাখেরও বেশি ভিউ।
রাজ বর্মণের কণ্ঠে গানটির সংগীত পরিচালনা করেছেন স্যাভি। আর অশোক পতি পরিচালিত ছবিটিতে নুসরাতের সঙ্গে রয়েছেন কলকাতার জিৎ।
নুসরাত ফারিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বছরের শুরুতে দর্শকের জন্যে আমার উপহার ‘ইন্সপেক্টর নটি কে’ ছবির গানটি। ‘মনের কিনারে’ গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। আশা করছি, জিতের সঙ্গে এই ছবিটিও দর্শকরা গ্রহণ করবেন।”
ছবিটিতে নিজের চরিত্র সম্পর্কে নুসরাত জানান, “এখানে আমার চরিত্রের নাম সামিরা। দর্শকরা পর্দায় পুলিশের বেশে দেখবেন আমাকে এবং জিৎকে। ছবিতে নাচ, গান, সংলাপ সবকিছুতেই নতুনত্ব রয়েছে।”
জিৎ-এর নিজস্ব প্রযোজনা সংস্থা এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ইন্সপেক্টর নটি কে’। তবে বর্তমানে বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালায় পরিবর্তনের কারণে বাংলাদেশে ছবিটির মুক্তি নিয়ে সংকট রয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত।
Comments