ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ গ্রেফতার!

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ
ইরানের সাবেক পেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: রয়টার্স

ইরানে গত সপ্তাহের সরকারবিরোধী আন্দোলনে উষ্কানি দেওয়ার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সৌদি আরবভিত্তিক গণমাধ্যম আল অ্যারাবিয়ার খবরে জানানো হয়, রবিবার ইরানের শিরাজ শহরে আহমাদিনেজাদ গ্রেফতার করা হয়।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন আহমাদিনেজাদ। আল অ্যারাবিয়া জানায়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অনুমতি পেলেই আহমাদিনেজাদকে গৃহবন্দি করবে ইরানি কর্তৃপক্ষ। সৌদিভিত্তিক এই গণমাধ্যমটি ছাড়াও অন্য অনেক গণমাধ্যমেই আহমাদিনেজাদের গ্রেফতারের খবরটি প্রকাশিত হয়েছে।

গত ২৮ ডিসেম্বর ইরানের রাজপথে সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা প্রথম দিকে শুধুমাত্র দুর্নীতি, দারিদ্র্যে ও বেকরাত্বের কথা বললেও আন্দোলন গড়ানোর সাথে সাথে সরকারের পতনের দাবি তুলতে শুরু করেন। সেসময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২১ জন নিহত হন। গ্রেফতার করা হয় ছাত্রসহ কয়েকশ জনকে। ২০০৯ সালে নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলনের পর এটাই ছিল দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা।

আল অ্যারাবিয়ার খবর অনুযায়ী এই বিক্ষোভে উষ্কানি দেওয়ার অভিযোগেই গ্রেফতার হয়েছেন আহমাদিনেজাদ।

আল-কুদস আল-অ্যারাবিয়া সংবাদপত্রের খবরে বলা হয়, আহমেদিনিজাদ গত মাসে বুশেহর শহরে গিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলে বলেছিলেন, “বর্তমান প্রেসিডেন্ট হাসান রোহানি ও তার সরকার দেশটাকে নিজেদের সম্পত্তি ভাবেন ও জনগণকে অজ্ঞ সমাজের মানুষ মনে করেন।”

জনবিচ্ছিন্ন হওয়ায় ইরানের বর্তমান নেতারা সমাজের বাস্তব অবস্থা সম্পর্কে কিছু জানেন না বলেও অভিযোগ তুলেছিলেন আহমাদিনেজাদ।

Comments

The Daily Star  | English

Why gold costs more in Bangladesh than in India, Dubai

Gold prices in Bangladesh continue to soar, leaving many to wonder why the precious metal costs more here than in neighbouring India or the global trading hub Dubai.

1h ago