খালেদার ১৪ মামলা বকশীবাজারের অস্থায়ী আদালতে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি দুর্নীতি মামলাসহ ১৪ মামলা বকশীবাজারের অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে নয়টি মামলা ঢাকা মহানগর দায়রা আদালতে রয়েছে।
খালেদা জিয়ার জামিনের আপিল শুনানি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। স্টার ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি দুর্নীতি মামলাসহ ১৪ মামলা বকশীবাজারের অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে নয়টি মামলা ঢাকা মহানগর দায়রা আদালতে রয়েছে।

মামলার বিচার সংক্রান্ত আইনমন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপনে গতকাল (৭ জানুয়ারি) তা জানানো হয়।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলাগুলোকে একটি আদালতে নিয়ে আসা হয়েছে। কোন রাজনৈতিক কারণে নয়।”

আইনি প্রক্রিয়ার ভেতর দিয়েই মামলাগুলো চলবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

বর্তমানে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ বকশীবাজারের অস্থায়ী আদালতে চলছে। মামলা দুটি শেষ পর্যায়ে রয়েছে। এই মামলাগুলোও নিরাপত্তার কারণে বকশীবাজারের আনা হয়।

Comments